
কবিতাঃ তবুও দূরে
কবিঃ মুহাম্মদ ফারহান ইসলাম নীল
কবিতাঃ তবুও দূরে
-----------------------------------------------------------
আপনার মন খারাপ থাকলে আমি বুঝতে পারি
সেদিন আমার মনের আকাশে কালো মেঘ জমে,
বৃষ্টি হয়ে ঝরে পড়ে আমার মনের উঠানে
কিন্তু আপনার থেকে আমার দূরত্ব দুইশত কিলোমিটার।
আপনি আনন্দে থাকলে আমি বুঝতে পারি
সেদিন আমার নীল রঙের আকাশে সাদা মেঘের মেলা বসে,
আমি সাদা মেঘের মাঝে আপনার হাসি মুখটাকে খুঁজি
কিন্তু আপনার থেকে আমার দূরত্ব দুইশত কিলোমিটার।
আপনি রাত জেগে থাকলে আমি বুঝতে পারি
আমার চোখের ঘুম হারিয়ে যায় আপনার শহর ওয়ারীতে,
জানালা খুলে তাকিয়ে থাকি চাঁদের দিকে
কিন্তু আপনার থেকে আমার দূরত্ব দুইশত কিলোমিটার।
আপনার বিপদ হলে আমি বুঝতে পারি
বারবার আপনার শ্যামলা মুখটা আমার চোখের সামনে ভাসে,
বুকের বাম পাশে ব্যথা অনুভব করি
কিন্তু আপনার থেকে আমার দূরত্ব দুইশত কিলোমিটার।
আপনার মনের ভাষা আমি বুঝতে পারি
আপনি আমাকে আপনার মতো করে পেতে চান,
কলঙ্কের দাঁগ যেন আমার অন্তরে না থাকে
কিন্তু আপনার থেকে আমার দূরত্ব দুইশত কিলোমিটার।।
মতামত দিন