
কবিতাঃ সবুজ ইচ্ছে
কলমেঃ কথাকলি
সবুজ ইচ্ছে
-------------------------------------------------------------------
চারাগাছটির গোড়ায় ঢেলেছি মাটি।
চারাগাছটির গোড়ায় ঢেলেছি প্রাণ।
চেয়ে আছি সেই চারাগাছ কবে দেবে,
ফুল ফোটানোর সুযোগ্য সন্মান।
চারাগাছটির গোড়ায় আছে যে মূল,
সে মুল বিঁধেছে প্রাণের শেকড়ে গিয়ে।
একটি কুঁড়িও যদি সে ফিরিয়ে দেয়-
ফুটবে সে ফুল বাঁচার স্বপ্ন নিয়ে।
জানিনা, সে ফুল গোলাপ না রাঙ্গাজবা,
নাকি সে ধুতুরা, টগর অথবা ঘেঁটু!
যে ফুল ফুটবে আগামী দিনের ডালে...
সেই শুধু তার হবে পরিচয়টুকূ।
চারাগাছটির গোড়ায় ঢেলেছি প্রাণ।
অনেক যত্নে মাটিতে দিয়েছি জল।
উঁচু-নীচু কত খাঁদ ঢালু পেরিয়ে...
যদি সে দাঁড়ায় পেয়ে তার সমতল!
আমার চারাটি গোধূলী অস্তরাগে,
সোহাগে রাঙিয়ে স্বপ্নের হাত ছোঁয়।
আবার কখনো দুপুর রোদের তেজে,
কচি সে পাতায় থেমে থাকে শুধু ভয়।
কখনো সে চারা জোনাকির সাথে জাগে।
দুরন্ত মেঘে ঝড় হতে চায় মন,
আবার কখনো মন বলে পারছিনা...
আসবে কবে সে ফুল ফোটানোর ক্ষণ?
এভাবেই কাটে বছর, দিন ও মাস।
চারাগাছ বাড়ে শিকড়ের টানে টানে।
কৃষ্ণচূড়ার দিকে চেয়ে থাকে আর,
ফুল ফোটানোর দিন গোনে মনে মনে।
একদিন দেখি শূন্য মাটির বুকে,
একা চারাগাছ পাতাঝরা ডাল হয়ে,
আঁকড়ে রেখেছে প্রাণটুকু শিকড়ে...
আশা ভঙ্গের দুঃখকে সাথে নিয়ে।
আমার সে চারা আর ফুল দেবে না।
জানিনা, সে ফুল দিনে ফোটে নাকি রাতে!
আমার সে চারা’র আর দেখা হবে না,
গোধূলীবেলার অস্তরাগের সাথে।
তবু তার মূলে আজও দিই আমি মাটি।
অনেক যত্নে ঢেলে দিই মন প্রাণ।
একবার যদি চোখ মেলে জেগে ওঠে!
যদি একবার বোঝে এ মাটির টান।
আজও রাত জাগি সেই চারাটি’র সাথে।
অনেক যত্নে বুক সেঁচে ঢালি জান।
কোনোদিন যদি ঘুম ভেঙ্গে উঠে দেখি...
কচিপাতা নিয়ে জেগেছে সে কচি প্রাণ!
মাটি ঢেলে যাই, জল ঢেলে যাই আজও।
যদি মেলে তার অচেনা ফুলের কোঁড়ক!
আমার মাটিতে এখনো যে আছে টান।
সব আশা নিয়ে সে প্রাণ মুক্ত হোক।
শিকড়ে ও ডালে যেইটুকু শ্বাস আছে,
তাকে নিংড়িয়ে ফুল ফোটাতেই হবে।
জানিনা, সে ফুল গোলাপ না রাঙ্গাজবা,
নাকি সে ধুতুরা, টগর অথবা ঘেটু!
মতামত দিন