
তোমার জন্যে
মোনালিসা নায়েক
কবিতাঃ তোমার জন্যে
-------------------------------------------------
ভাঙ্গা-গড়ার দুরন্ত বৈশাখে
মনখারাপের অলস দুপুরে,
মৌসুমী হয়ে হৃদয় উঠোনের স্নিগ্ধ বাতাস হব
বুকপকেটের বিষাদ উড়িয়ে হারিয়ে যাব সেই তোমাতে–
তখন তুমি মৌসুমী বলে ডেকো আমায়।
তুমি যদি ছুঁয়ে দাও মেঘ হব
তোমার চোখের নোনতা জলের সাথে মিশে
অঝোরে ঝরব দিনভর নিজেকে করবো ভারী
তখন না হয় বৃষ্টি বলে ডেকো আমায়।
যদি তুমি অশ্বিনের পূর্ণিমা তিথির চাঁদনী পরশ চাও
জীবনের আঁধার ঘুচিয়ে মুগ্ধতার মোড়ক হব তোমার ভরা বুকে হব পূর্ণিমার চাঁদ
সেদিন না হয় কোজাগরী বলে ডেকো আমায়।
যদি তুমি ক্ষতের দহন আঁচে ঝলসে যাও পাতাঝরার দিনগুলোতে--
জীবনের বসন্তকে হারিয়ে যেতে দেখো
অফুরান ভালোবাসায় কৃষ্ণচূড়া হৃদয়ে রাঙিয়ে দেব তোমায়
তখন তুমি চৈতালী বলে ডেকো আমায়।
তোমার জন্য সব ই করতে পারি
শুধু কবিতার প্রেমিকা করে রেখোনা আমায়
দুটি হৃদয় গেঁথো এক সুঁতোয়
তোমার সত্তায় মিশে যাব আজীবন
তখন তুমি মন বলেই ডেকো আমায়।।
মতামত দিন