
কবিতাঃ তিলোত্তমা
কবিঃ আসলাম হাসান
ভাবানুবাদেঃ মোজাহিদুল ইসলাম
তিলোত্তমা
--------------------------------------------------------------
কোলকাতা –
তুমি কি সোনালি-বাদামী কেশধারিনী
কোনো বিদেশিনী?
নাকি গোবিন্দপুর-সুতানুটির কোনো
চঞ্চলা-উচ্ছলা গ্রামীণ কুমারী?
না তুমি কোনো বাবুর আহ্লাদী প্রেমীকা?
কোলকাতা –
কে তুমি?
কী বা তোমার পরিচয়?
তুমি কি জব চার্নক-এর কল্পনা?
নাকি কোনো গরীব মূর্তী নির্মাতার
সুন্দর প্রতীমা।
কোলকাতা –
কে তুমি?
কী বা তোমার পরিচয়?
তুমি কি বড় বাজারের কোনো
দক্ষ-চতুর বণিক?
নাকি ফুটপাথে রাত কাটানো কোনো পণ্যবাহী শ্রমিক?
তুমি কি ধর্মতলার সস্তা বিকিকিনির বাজার?
নাকি পার্ক স্ট্রীটের সাহেবী চাল-চলন-আচার?
কোলকাতা –
কে তুমি?
কী বা তোমার পরিচয়?
তুমি কি দশভূজা দেবী দূর্গা?
নাকি শ্যামা?
তুমি কি রবীন্দ্র সঙ্গীতের সুমধুর গানের লাইন?
নাকি কবি নজরুলের কল্পনা?
তুমি কি ভিড়ে ঠাসা পুজোর সন্ধ্যা?
নাকি ঝলমলে আলোকিত, সু-সজ্জিত মণ্ডপ?
কোলকাতা –
কে তুমি?
কী বা তোমার পরিচয়?
তুমি কি মাদার টেরেসা কোমল হৃদয়?
নাকি রামকৃষ্ণের ভক্তি?
অথবা তুমি কি স্বামী বিবেকানন্দের
নব-চেতনা?
কোলকাতা – কে তুমি?
কী বা তোমার পরিচয়?
তুমি কি নবাব ওয়াজেদ আলী শাহ-এর
ভুলে যাওয়া স্মৃতি?
নাকি কোন হারিয়ে যাওয়া প্রাচীন শহরের বুনিয়াদ?
তুমি কি বিপ্লব?
নাকি নেতাজির উল্লাসধ্বনি?
কোলকাতা –
কে তুমি?
কী বা তোমার পরিচয়?
তুমি কি যাত্রাপালার গান? বাউল?
নাকি সত্যজিৎ রায়ের মায়াবী সংসার?
তুমি কি প্রেম?
নাকি প্রেমের ঘাত-প্রতিঘাত।
সন্দেশ? রসগোল্লা?
নাকি ইলিশ-কাতলা রুইপোস্ত আর ভাত?
কোলকাতা –
তুমি যা বা যে কেউ হও না কেন
তুমি আমার আবেগ, ভালোবাসা, সুন্দর গান ও কবিতা
আমার তিলোত্তমা।।
মতামত দিন