
ছাব্বিশে এপ্রিল, সময়টা গরমকাল। বাগানের গাছে গাছে ফুল আর ফল। আস্তাবলের পেছনে ফার্ণ আর ওক গাছের জঙ্গল পেরিয়ে তাকালে দেখা যায় পাহাড়ি ঝর্ণা। বাহারি নুড়িপাথরের গা বেয়ে স্বচ্ছ শীতল জল কুল্ কুল্ শব্দে বয়ে চলেছে। আরও ভালো করে লক্ষ্য করলে দেখা যায় বনের হরিণগুলোকে। খয়েরী সবুজ জঙ্গলের সাথে মিশে গিয়ে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে তারা। গাছে গাছে পাখির ঝাঁক। জঙ্গলের ভিতরে ঢুকলে দেখা যাবে নিঃশব্দে উড়ে বেড়াচ্ছে রঙিন প্রজাপতি। ওদের ফিনফিনে পাখায় সৃষ্টিকর্তার অপরূপ শিল্পকলা। একটা কথা হয়তো কেউ মনেও রাখেনি সেদিনটা ছিলো লুব্রিয়ানার মৃত মা আফ্রিদি আর বাবা ইওফ্রেদাসের বিবাহবার্ষিকী।
মতামত দিন