
শেষটা কবে
মুহাম্মদ ফারহান ইসলাম নীল
কবিতাঃ শেষটা কবে
-------------------------------------------
জীবন নামের ঘড়ির কাটা থমকে গেছে আজ ৷
যুবক ডুবেছে নেশার সাগরে নষ্ট হয়েছে সমাজ ৷
ধর্ষণ নামক পাপের খেলা চলছে দেশটা জুড়ে ৷
টাকার বিছানায় ঘুমায় নেতা চাল নেই গরীবের ঘরে ৷
পুরুষ নামের কিছু কুকুর নারীর দেহ চাটে ৷
মানুষরুপী কুকুরগুলো বাস করে আমাদের তল্লাটে ৷
ক্ষমতালোভীদের বিরুদ্ধে কথা বলতে কেউ করে ভয় ৷
আমি মুখোশ পরা মানুষ দেখি পুরো জগৎময় ৷
টাকার কাছে মাথা নত করেছে বিচারপতি ৷
ক্ষমতালোভী হায়েনাগুলো মানুষের করছে ক্ষতি ৷
ন্যায়ের কলম থমকে গেছে মধ্য পথে এসে ৷
মিথ্যা এখন শক্তিশালী সত্য গেছে ভেসে ৷
স্বৈরাচারী কালো কাপড়ে বেঁধেছে আইনের চোখ ৷
পুরো শহর জুড়ে আহাজারি ধর্ষিতার বাড়িতে শোক ৷
কলম গুতিয়ে ঘুষ খাচ্ছে সরকারী কিছু কামলা ৷
আদালতে জমা আছে হাজারো ভূয়া মামলা
সাত খুনের আসামী রাজপথে বুক ফুলিয়ে বেড়ায়
পাপের খেলায় মেতে ওঠে যুবক গিয়ে ভদ্র পাড়ায়।
ন্যায় বিচার মরে গেছে দেশটা চালায় কুকুরে
আমরা হয়েছি নির্যাতিত বাঙালি দুঃখ ভরা কপালে।
চুপ থাকি আর সহ্য করি স্বৈরাচারীর জ্বালা
চাল চোর নেতার পাতে বিরিয়ানি আমাদের খালি থালা।
আমরা লাশ হয়ে বেঁচে আছি অন্তরে স্বৈরাচারীর ভয়
দু'হাত তুলে দোয়া করি একদিন আমাদের হবেই জয়।।
মতামত দিন