
শেষ দর্শন
এম.এইচ.মুকুল
শেষ দর্শন
-------------------------------------------------------
যদি গো আর কভু সখী
দেখা না হয় একেবারে,
ভুলে যেও চিরতরে
ক্ষমিও গো তবু তারে।
ক্ষণিকের এই পথচলা
নাইবা হলো কিছু বলা
নাইবা হলো সুখের বাসর
এই ভব সংসারে সখী
ক্ষমিও গো তবু তারে।
ঝরে যায় যে ফুল অবেলায়
তা কী আর মালাতে মানায়?
যে বেলা হয় অস্তগামী
তাকে কী আর ফেরানো যায়?
বৃথা হবে সাধন ভজন
যদি না হয় মনের মিলন,
ঢেকো হাতে সিক্ত নয়ন
গোপন অভিসারে সখী
ক্ষমিও গো তবু তারে।
যদি গো আর কভু সখী
দেখা না হয় একেবারে।
কি করে হায় বল তারে!
কিছু কথা ইশারায় তরে,
ভুলে যেতে কাব্যে মোরে
এত পাষাণ হলে কি করে?
ভালো যদি বেসেই থাক
অন্ধ করলে এভাবে মোরে?
কেন সেদিন কাছে এলে,
এভাবেই যদি যাও চলে?
মতামত দিন