
সে নাই, সে কোনো খানেই নাই
শরীফা সুলতানা
সে নাই, সে কোনো খানেই নাই
---------------------------------------------------------------
বকুল বৃষ্টিতে ভেজা
হয়না কতকাল,
মহাকালের গর্ভে
বিলীন দুই যুগ।
তারপরও পৃথিবীর
পথ ধরে
খুঁজে ফিরি
হারানো পাখিকে।
চোখ বেঁধে গাছের আড়ালে
লুকোনো বালকটিকে
খুঁজে পেতে
দেরি না হলেও।
পড়ন্ত বেলায় দৃষ্টির ছায়া
যতো পথই মাড়াক না কেন
সে নাই,
সে কোনো খানেই নাই।
মতামত দিন