
হাসি-খুশি চেহারা, নরম প্রকৃতির মহিলা। গল্পের ধরণ জানত বেশ। কথা বলা বা গল্প করার সময় শব্দ প্রয়োগ ও বাক্যের শ্রুতিমাধুর্যতার অভূতপূর্ব সংমিশ্রণ যেন তার চারিপাশে ঘোরাঘুরি করত। আমি আশ্চর্য হচ্ছিলাম যে এমন এক সুন্দরী, হাসি-খুশি, শান্ত-শিষ্ঠ ও মনোরম প্রকৃতির নারী ৪২ বরছ বয়সে এখনও পর্যন্ত কুমারী!
মতামত দিন