
অণুগল্পঃ সাণ্টা-বাবা
লেখায়ঃ সুদিপ্ত বিশ্বাস
সাণ্টা-বাবা
---------------------------------------------------
সুবিমল অনুষ্ঠানে চার্লি-চ্যাপলিন, গোপাল-ভাঁড়, সাণ্টাক্লজের অভিনয় করে। বড়োদিনের রাতে দুটি রিসর্টে সাণ্টা-ক্লজের অভিনয়ের জন্য কল এসেছে। প্রথম রিসর্ট রাত ন’টায় বেরিয়ে দ্বিতীয়টাতে যাবার পথে মেয়ে ফন করে,
“বাপি আগের বছর কত ডাকলাম তবু সাণ্টাদাদু এল না! এবার আসবে তো”?
কাজ সেরে বাড়ি যাওয়ার পথে সুবিমল দেখে বারোটি মিসড কল! ফোন করে জানে মেয়ে ঘুমিয়ে পড়েছে!
সুবিমল ভাবে সে কত ছেলে মেয়েকে সাণ্টা-ক্লজের হয়ে গিফট দিয়ে খুশি করেছে। অথচ নিজের ছোট্ট মেয়ের ইচ্ছাপূরণ সে করতে পারছে না!!
মতামত দিন