
সংস্কৃতির শহর লখনউ
লেখকঃ মোজাহিদুল ইসলাম
মুসলিমদের অবস্থান এবং সাম্রাজ্য পরিচালনার সঙ্গে সঙ্গে অখন্ড ভারতবর্ষে বিশেষ করে উত্তর ভারতে তুর্কী, আফগান ও মোগলরা সংস্কৃতির যে বীজ বপন করেছিলেন, অযোধ্যার নবাবগণ সেই বীজেরই অঙ্কুরকে সংস্কৃতির সবুজায়নে রূপায়িত করেন। এখনও সারা বিশ্বে লখনউ শহর সুন্দর সুন্দর প্রাসাদ, মিশ্রিত এবং সুউচ্চ সংস্কৃতির শহর হিসেবে পরিচিত।
মতামত দিন