
কবিতাঃ সমাধান
কবিঃ সঞ্জয় সরকার
কবিতাঃ সমাধান
-----------------------------------
অনেক কিছুই কঠিনভাবে দেখার পর
মনে হয় বিষয়টা ঠিক তত জটিল নয়
তবুও হাজারো প্রশ্ন বুদ্বুদের মতো
জমতে থাকে... জমতেই থাকে...
জীবনের সব জটিলতার মাঝেই
লুকিয়ে থাকে সমাধানের পথ
উদভ্রান্ত পথিক তা না চিনতে পেরে
হাতড়ে ফেরে অচেনা পথের বাঁকে...
যতটুকু চোখে পড়ে তার আরও বেশী
অদেখাই রয়ে যায় চারপাশে
অজান্তে তবুও অবান্তর দৃশ্য যত
অযথা এসে ভীড় করে চেতনায়...
মনের গভীর ঐ আঁধারে যখন
চৈতন্য ঢুবে যায় নিজেরই অগোচরে
তখন নিরাসক্ত প্রেম খুঁজে পেতে চায়
অবক্ষয়ী মুক্তির পথ নির্দ্বিধায়...
মতামত দিন