
সাহসিনী দাদি
কলমেঃ সেখ ফরিদ আলম
কবিতাঃ সাহসিনী দাদি
----------------------------------------------
অবিচারের বিরুদ্ধে পথে নেমেছে
সাহসীনি বৃদ্ধা দুই দাদি,
জালিম শাসকের তাতেই কমর ভেঙেছে
মিডিয়াও হয়েছে মিথ্যাবাদী।
তাদের মনোবলে হার মেনেছে
স্বৈরশাসকের অহংকার,
শোষণ নির্যাতন রুখতে সংগ্রামে
দাদিরা করছে চমৎকার।
‘শাহীনবাগের দাদি’ বিলকিস বানো
বিশ্ব দেখেছে সাহস তোমার,
কৃষক আন্দোলনের মহিন্দর কৌর
হাজারো স্যালুট করি বারবার।
স্বৈরাচারী শাসকের অন্যায়ের দুর্গ
ভাঙবেই ভাঙবে একদিন,
কিশোর যুবক বৃদ্ধ নামবে রাজপথে
লড়াই করেই আসবে সুদিন।
হাড়ে না থাকলেও বল, মনে আছে জোর
দাদিদের সাহসে হচ্ছে নতুন ভোর,
কালাকানুন মানবো না, অধিকার চাই
দাদীদের অনুপ্রেরণায় লড়ব সবাই।
http://culturebooklet.com এ সাইন ইন করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ!
মতামত দিন