
সাগরের বেলায়
কলমেঃ রোকসানা ইয়াছমীন
সাগরের বেলায়
-----------------------------------------
কভু সাগরের বালুকা বেলায়
গড়েছিলাম দূ’জনে নীড়।
স্বপন এসে আঁখি কোণে
জমে করলো ভীড়।
ভালোবাসায় বেঁধেছিলাম দু’জন মিলে
আমাদের সখের ঘর,
কথাছিলো জনমে, জনম ধরে
হবোনা মোরা পর।
সাগরের তরঙ্গে খেলতো
সুখের জোয়ার সব,
কথায়, হাসি, গানে হতো
মোদের সকল ভাব।
পূ্র্ণিমা জোয়ারে, ভরা জ্যোৎস্নায়
গল্পে কাটতো রাত,
কভু বেলা ভূমিতে হয়তো
মোদের হতো প্রাতঃ।
অকস্মাৎ গগন পানে হেরি
মেঘদের পারাপার, হায়!
ভাবি, স্বপন বীলিন হয়ে
চিটকে যদি যায়!
শুরু হলো তুমুল ঝড়
ভেঙে গেলো নীড়,
জলোউচ্ছ্বাসে সব ভেসে গেলো
দুঃখ করলো ভীড়।।
মতামত দিন