
প্রয়োজন
নাসরিন সুলতানা
কবিতাঃ প্রয়োজন
---------------------------------------------------------------------
প্রকৃতিমন আজ ভারাক্রান্ত
আজও তারা অপেক্ষারত
যেন জীবন থেকে হারিয়ে গেছে ভালোবাসা
ব্যকুল হয়ে পড়েছে সেই নিস্পাপ ভালোবাসা পেতে
যাদের জন্য তারা সেজে উঠেছিল
উঠেছিল জেগে।।
প্রেমিক প্রেমিকা যখন হাতে দুটো জলের বোতল
আর চিপস্-এর প্যাকেট নিয়ে বাগানে করেছিল প্রবেশ
এককোণে গাছের আড়ালে
উঠেছিল গল্পে মেতে –
সে সময় প্রকৃতিমন আরও ব্যকুল হয়ে উঠেছিল
সে নিস্পাপ ভালোবাসাগুলোর জন্য।
খুঁজেছিল সেই সহজ সরল মনগুলিকে।
যারা মাতিয়ে রেখেছিল প্রকৃতিকে।
খেলেছিল মাঠে, দুলেছিলো দোলনায়।
যাদের আলতো হাতের ছোঁয়ায়
ফুলেরা উঠেছিল হেসে
ঘাসেরা পেয়েছিল প্রাণ –
আর পাখিরা আনন্দে গেয়েছিল গান।।
নিস্পাপ মনগুলি আজ কোথায়?
কোথায় হারিয়ে গেল তারা?
সেই যে প্লাস্টিক আর বোতল
কুড়াতে কুড়াতে বেরিয়ে গেলো
আরতো এলো না।
যাবার আগে বারবার পিছনঘুরে দেখছিলো
দোলনাটিকে। ইচ্ছে না হলেও যে উপায় নেই –
বাড়িতে করবে বকাবকি, কোথায় ছিল,
কি করছিল, এই কয়েকটা বোতল কুড়িয়েছে –
কত ভাবনা। ভালোবাসা পিছনে ফেলে
তাইতো তারা ছুটেছিলো।।
সেই নিস্পাপ শিশুমন কী চায়
সেই বাগান ছেড়ে যেতে, দোলনা ছেড়ে যেতে –
তাদের তো সেখানে আনন্দে মেতে বেড়াবার কথা ছিল
কথা ছিল বাগানের সাথে
ভালোবাসায় মেখে ওঠার –
আর তারা কিনা ব্যস্ত কিছু বিলাসবহুল মানুষের
খেয়ে ফেলে রাখা জলের বোতল
আর প্লাস্টিক কুড়াতে।
তাইতো প্রকৃতিমন মরছে গুমরে গুমরে।
তাদের ভালোবাসাই যে বেশি প্রয়োজন।।
হয়তো বাগানে ফুলের শোভা আছে,
আছে হিমেল হাওয়াও।
জলাশয়ে ফুটে ওঠা ফুল আছে
আছে পাখির কলতান।
কিন্তু সবের সাথেই মিশে আছে
প্রকৃতির হাতছানি। খুঁজেছে সেই ভালোবাসাকেই
অভাব তো শুধু সেই নিস্পাপ ভালোবাসারই
আর কচি পায়ের ছোঁয়ার।।
প্রকৃতি আছে, আর থাকবেও তাদের অপেক্ষাতে
কখন আসবে তাঁরা –
যাদের জন্যই প্রকৃতির এত সৌন্দর্য্য
তাদের ভালোবাসাতেই তো ধন্য হবে প্রকৃতি
সার্থক হবে সৌন্দর্য্যতা, সার্থক হবো আমরা।
যার আজ সত্যিই প্রয়োজন।।
মতামত দিন