
কবিতাঃ প্রতিবাদী কবি হও
কবিঃ মুহাম্মদ ফারহান ইসলাম নীল
কবিতাঃ প্রতিবাদী কবি হও
------------------------------------------
পা চাটা কবি হয়ে বলো কি লাভ?
মানুষ হয়ে মানুষের পা চাটা পাপ।
পারো যদি কবিতা লেখো ঐ মানুষের তরে
যে মানুষটি গরীব, দুঃখীর খাবার চুরি করে।
নারীর শরীর নিয়ে কবিতা লিখে কি লাভ?
জেনে রাখো এই দেশে ভালোবাসা পাপ
জনসেবার নামে যারা শুধুই দেয় ধোঁকা
কবি তোমার কবিতা হোক প্রতিবাদী লেখা।
তুমি সত্য কথা লিখতে যদি ভয় পাও মনে
তাহলে কবি সমাজ ছেড়ে চলে যাও বনে।
কবিতা লিখে কুকুরের লেজ করতে পারলে সোজা
জেনে রাখো তুমিই হবে কবিদের রাজা।
লিখে ফেলো মুখোশধারী কুত্তাদের লুটেপুটে খাওয়ার কথা
নইলে তোমার কবি জীবন পুরোটাই হবে বৃথা।
পা চাটা ছাড়ো কবি, পা চাটা ছাড়ো
মৃত্যুকে জয় করে শক্ত হাতে কলম ধরো।।
মতামত দিন