
কবিতাঃ প্রদাহ
মুহাঃ সামসুল হক
প্রদাহ
----------------------------------------------
দুঃখ, সে তো রোজ হেঁটে যায়
আমার আলগা জীবন পথে
এখন আর ভয় পাই না, কাটছে বেলা
চলছে খেলা ডুবে-ভেসে মানিয়ে সম্ভব।
আয় না, দুজনে এখন ঝগড়া করি
সীমা ভুলে খুব বাড়াবাড়ি
সারাদিন করি আড়া-আড়ি
রাতদুপুরে করবো আবার ভাব।
ছোট জীবন, ছোট ঘরে ছোট্ট সংসার
অনেক কিছুই অভাব আছে জানি
ঝগড়া ক’রে সব চাওয়া যায় ভুলি
বুকের জ্বালা আরও বাড়ুক বাঁকা মুখের বাণে।
চারপাশে আজ এতো দহন জ্বালা
ভুলের সঙ্গে ভ্রমের গলাগলি
মনপাখি যে খাঁচায় মাথা ঠুকে
তোর সঙ্গে ঝগড়া ক’রে থাকি যেন সব ভুলি!
মতামত দিন