
প্রতিবাদ দূষণ
নাফিসা খান
প্রতিবাদ দূষণ
--------------------------------------------------
গোর্বধন, এ কেমন প্রতিবাদ?
বস্ত্রহরণ করে সতীত্বের চাদর চড়িয়ে পণ্যের
বাজারদর বাড়াও?
নগ্নতার চিত্রে ঘেটে যায় তোমার বন্দরের ওয়াল,
এ কেমন প্রতিবাদ?
গোর্বধন, তোমার কলমে নগ্নতাবাদ,
রক্তাত্ব নারীর শ্বেত বাস, কেন খোল তার অন্তর্বাস?
গোর্বধন, শুধুই শরীর আর শরীর ভাবলে,
কি ফায়দা অনাদায় আচ্ছাদন খুলে প্রতিবাদের ঢং রচো?
গোর্বধন, ধর্ষন তো তোমাদেরও হয়,
যৌনাঙ্গের বিশ্লেষণে তখন তোমার কলম বড়োই কৃপনতা করে!
আজ আর কবিতা নয়, প্রতিবাদ লিখছি কলমে!
আভরণ উন্মোচনের পর গোপন কথা গুলো রাস্তায়, মোড়ের মাথায়,
স্কুল, কলেজে, সোস্যালে যখন লাগামহীন ঘোরাফেরা করে আমার মতো
ব্যাকডেটেড, গেঁও মানুষগুলো বড়োই অস্তিত্বে পড়ে।
গোর্বধন, তুমি জানো তোমাদের, এই অতিরিক্ততায়
কতো অঙ্কুর দানা বাঁধে?
সবশেষে, সিগারেটের বিঞ্জাপনের মতো বলি তোমাদের এই ধোঁয়া গুলো
অর্থাৎ প্রতিবাদের দূষণ নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখো,
লিফলেটের মতো নাই বা বিতরণ করলে!
মতামত দিন