
পশু-মানুষ ও আমরা
মুহাঃ সামসুল হক
পশু-মানুষ ও আমরা
----------------------------------------------------------------------------------------------
পশুরা প্রকৃতির কাছে পবিত্র
প্রকৃতির নিয়ম মেনেই চলে
কথাটা মনে হওয়া নয় পর্যবেক্ষণে সত্য।
আর মানুষ, সীমা লঙ্ঘনকারী
ভীষণ জঘন্য লোলুপ স্বার্থপর
পরিবেশ-সম্পর্ক সবই ধ্বংস করতে মুহূর্ত ভাবে না!
প্রতিদিন খুন হয় কত মানুষের হৃদয়
কত পবিত্র ইচ্ছা-ভাবনা
কত নারীর মাতৃত্ব-যৌবন-প্রাণ
কোন মিডিয়া সেই নিয়ে ঘন্টা-খানেক সঙ্গে থাকে না!
আমরা সবাই ঠুলি প’রে আছি
বিক্রিত মিডিয়া আর বিকৃত সাংবাদিকতা
চুয়াল্লিশ গ্রাম গাঁজা কেস নিয়ে
কে কে হেরোইন ব্রাউন সুগার নেশা করে
সেই নিয়ে মাসাধিক কাল পেইড নিউজ চলে
অথচ দলিত যুবতীর গ্যাং রেপ এবং খুন
মিডিয়া সময় নষ্ট করতে নারাজ!
যেখানে মন্ত্রী-সাংসদ-আমলা
দাঙ্গা-খুন-মবলিন্চিং-এ দোষী
বিদেশে দেশের তথ্য পাচার ক’রে পকেট ভরে
সেখানে ন্যায় বিচার পাওয়া মুস্কিল,
রাজপথ আমাদের অর্থে তৈরি, কারো বাপের নয়
ন্যায়ের লড়াইটা রাজপথে নেমে করা কি যায় না?
এতকিছু ভাবনার পর কি কিছু হতে পারে -
ভালো কিছু?
মানুষ জোটবদ্ধ হ’তে পারে না অন্যায়ের বিরুদ্ধে?
শুধু একা একা ভয়ে ভয়ে থাকা
যে কোন দিন ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারি
সেদিন আপনারা অনেকেই খুশি হবেন জানি!
মতামত দিন