
পানসে জীবন
কবিঃ মুহাম্মদ ফারহান ইসলাম নীল
কবিতাঃ পানসে জীবন
----------------------------------------------------
জীবনটা লবন বিহীন পান্তা ভাতের মতো পানসে হয়ে গেছে
কেউ হাত বাড়িয়ে এক চিমটি লবন দেয়নি
এই পানসে জীবনটাকে সহ্য করে যাচ্ছি রোজ
ফিরে তাকায়নি যাকে অন্তর থেকে ভালোবাসি।
আমি দৌড়াতে ভুলে গেছি তাকে হারানোর পর
পানসে জীবনটা থমকে দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের মতো
আমার চারপাশে দুঃখ, কষ্ট, যন্ত্রনা এবং বিরহের বসবাস
আমার হাতে হাত রাখার মানুষটি আমাকে ভুলে গেছে।
আমার মনের আকাশের রঙ কালো হয়েছে অবহেলায়
আমি এক ফোঁটা বৃষ্টির জন্য শ্রাবণ মাসের অপেক্ষায় থাকি
বিদঘুটে কালো রঙ ধারণ করেছে আমার কলিজা
আমার অন্তর যার জন্য কাঁদে সে ফিরে আসেনি।
জীবনটাকে নীল প্রজাপতির ডানার মতো বানাতে চেয়েছিলাম
দুই নয়নে জমিয়েছিলাম দুই হাজার আঠারোটি স্বপ্ন
সে আমার জীবনটাকে লবন বিহীন পান্তা ভাতের মতো পানসে বানিয়েছে
দুই হাজার আঠারোটি স্বপ্ন মরে গেছে আর আমি থমকে গেছি।
মতামত দিন