
কবিতাঃ পাগল হতে চাই
কবিঃ শঙ্কর দাস
পাগল হতে চাই
------------------------------------------------------------------
নীলু ও নীলু
দেখতো আমায় চিনতে পারো কিনা
আরে আমি!
আমি তোমার অভি,
অবিনাস!
জানি তুমি কথা বলবে না, জানি!
তবুও শেষ বারের জন্যে
এসেছি তোমার কাছে
চির বিদায় নিতে
একবার শুধু মুখ তুলে দেখো।
কি ভাবছো কেন এসেছি?
তাই বলো!
কেন এসেছি?
জানিনা কেন এসেছি,
তবে ছুটে এসেছি।
শুধু একটু,
শুধু একটু তোমায় দেখতে
আর,
আর তোমার ওই অভি ডাকটা শুনতে......
মনে পড়ে?
আমার উস্কো খুস্কো চুল দেখে বলতে
অভি একটা চিরুনি রাখো পকেটে,
নাহলে পাগল বলবে সবাই
আর আমি মনে করেও
চিরুনি নিতাম না,
শুধু তুমি হাত দিয়ে
ঠিক করে দেবে বলে।
আজ বিয়াল্লিশটা বছর হলো
মাথায় চিরুনি দিইনি
তুমি ছাড়া সবাই
আমাকে পাগল বলে
শুধু তুমি.........
একবারও বলোনি।
দাও, একবার ঠিক করে দাও!
তোমার ছোঁয়া পেতে ভীষণ ইচ্ছে করে।
শুধু পাগল বলে ডাকো......
পাগল… পাগল… পাগল...
আমি শুধু তোমার হতে চাই
একবার শুধু আমায় ছুয়ে দেখ
বাস্তবে না হলেও
আমি স্বপ্ন হয়ে তোমার আছি
শুধু তোমার মধ্যে আছি
একবার শুধু পাগল বলে ডেকো।।
মতামত দিন