
“আপনার ডায়ালকৃত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।” মারিয়া আরো ভেঙ্গে পড়ে। এই বুঝি আমি সাফিনকে হারিয়ে ফেললাম। মানুষটা আমাকে বুঝলো না। অযথাই একটা বেকার ছেলেকে ভালোবেসে নিজেকে শেষ করে ফেললাম। যাকে এতোটা ভালোবাসলাম বিপদের সময় কাছে পেলাম না তাহলে আমার এই ভালোবাসার কোনো দাম নেই। স্বার্থপরটা ভালো থাকুক। আমি অন্যকারো জীবনের সাথে নিজেকে জড়াতে চাই না। আমি বেঁচে থাকতে সে আমাকে বুঝলো না মরে গেলে ঠিকই বুঝবে।
মতামত দিন