
অনুভব
আলতাফ আহমেদ (আসাম)
কবিতাঃ অনুভব
-----------------------------------------------------
আমি ভিখারী সাজিনি প্রভু আমিই প্রকৃত
অভূক্তি মিটে না কেনো হয়ে যাই লাঞ্ছিত।
তৃপ্তি আসে না মনে তবুও আমি তৃষ্ণার্ত
সাধের বাঁধ ভেঙ্গে কেন হয়ে যায় চর্চিত।
দুঃখ বলে কানে কানে সেও নাকি দুঃখিত
অনুভবে ঝরেনা অশ্রু সুখ থেকে বঞ্চিত।
যন্ত্রণার ফাগুনে জ্বলে মন নয় আনন্দে
হিংসা বলে আমি অক্ষম সেও নিরানন্দে।
মস্ত পাপী আমি পাপটা বলে সেও উপেক্ষিত
মহাপাপের পাণ্ডিত্যে অজ্ঞ হয়ে যাই তিরস্কৃত।
স্বার্থটা বলে কানে কানে ভুলে যাও মনুষ্যত্ব
কোথায় স্বর্গ কোথায় নরক ভুলে যাও শ্রেষ্ঠত্ব।।
মতামত দিন