
অবুঝ আমি
কলমেঃ অর্পিতা প্রামাণিক
অবুঝ আমি
----------------------------------------------------
ভালোবাসিস?
আমার এমন পাগলামী কে কেমন করে মানিস!
আমি যে খুব অগোছালো,
তুই কি সব জানিস?
তুই কি সত্যি ভালোবাসিস?
আমার এমন কুৎসিত মুখ, বিচ্ছিরি এক গড়ণ!
ঠাট্টা করে আমায় নিয়ে
প্রতিবেশী, স্বজন।
আচ্ছা বলনা সত্যিই করে,
আমায় ভালোবাসে কজন?
ওই শোননা,
পাড়ার মোড়ে গিয়েছিলাম সেদিন,
মত্ত ছিলিস আড্ডা গল্পে,
চর্চায় যদিও আমি।
কান দিই নি সে সব কথায়,
তোর ভালোবাসা দামী।
যাক সে সব,
তুই বলনা মিথ্যে করেই
আমায় ভালবাসিস!
মতামত দিন