
অবহেলার ভালোবাসা
শঙ্কর দাস
অবহেলার ভালোবাসা
----------------------------------------------------------------
প্রাক্তন মানে কি শুধুই পুরনো প্রেমিক?
নাকি অন্য কিছু?
না!
তুমি আমার "নতুন", "পুরনো" কিছুই নও
তুমি প্রাক্তনও নও।
তুমি শুধু আমার ভালোবাসা।
প্রেম কখনো পুরনো হয় নাকি?
প্রতিক্ষণে তোমার জন্যে যে ভালোবাসার জন্ম হয়
তাকে আমার সত্তা বলে মনে করি।
আগলে রাখি নিজের করে।
তাই তোমার অবহেলা গুলোকেও ভালোবাসি,
অথচ তুমি একবার ও বুঝতে চাইলে না আমার ভালোবাসা।
দূরে সরিয়ে দিলে একটা অভিশপ্ত নামে "প্রাক্তন"
জানোতো "প্রাক্তন" কথাটি শুনতে বড্ড কষ্ট হয়।
ভীষণ, ভীষণ রকম মন খারাপ হয়।
আমাদের সম্পর্ক টা তো "প্রাক্তন" হবার মতো ছিল না
তবে,
কেন? কেন? কেন?
এমন একটা ঘৃণার নামে আমাকে জড়িয়ে দিলে।
বলো কেন?
যার অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে প্রতিনি়য়তই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি।
তুমি একবার মুখ খুলে বলতে পারতে - "আমি তোমায় ভালোবাসি না"
কষ্ট পেতাম না।
অসহায় বুকের হাহাকার গুলোকেও তোমার আশীর্বাদ বলে মাথা পেতে নিতাম।
নিজেকে বুঝিয়ে দিতাম তোমার ভালোবাসা হয়তো আমার কপালে নেই।
সরিয়ে নিতাম নিজেকে তোমার থেকে,
তোমার মুখে হাসি ফোটাতে।
তখনও শুধুই ভালোবেসে যেতাম।
অনেক বছর পর মুখোমুখি হয়েও,
না দেখে মুখ ঘুরিয়ে চলে যাওয়া কে তোমার
ঘৃণা বলে মনে করিনি।
তখনও তোমায় ভালোবেসেছি, আরো বেশি ভালোবেসেছি।
তোমার অবহেলা গুলোকে গুছিয়ে রেখেছি নিজের করে,
যেটুকু ভালোবাসা পেয়েছি সেটুকুই যথেষ্ট তোমাকে ভালোবাসার জন্যে।
তুমিই আমার ভালোবাসা, তুমি আমার জীবন
এই হৃদয় জুড়ে তুমি ছিলে, আছো, থাকবে
শুধু আমার ভালোবাসা হয়েই থাকবে।
যত দিন বাঁচবো শুধু তোমায় ভালোবেসে যাবো
শুধু তোমায় ভালোবাসবো।
শুধু তোমায়........
মতামত দিন