
নীল তৃষ্ণা
কথাকলি
নীল তৃষ্ণা
-----------------------------------------------
ঠান্ডা কাঁচের শার্সিতে দেখা রাতের আকাশ।
নিস্তব্ধ আঁধারে শির্ শিরে পাতার কাঁপন।
দূরের পিচ রাস্তায় দমকা হাওয়ার প্রলাপ।
ফুলের পাপড়িতে টল্ মল্ শিশিরের নাচন।
রূপোলী চাঁদের আভায় ফিকে জোৎস্না-স্নাত
স্বপ্নগুলো জেগে থাকে রাত ভোরের অপেক্ষায়।
নীলাভ মেঘের আঘ্রাণে ফিরে আসে বৃষ্টির উল্লাস।
পেতে চায় দুরন্ত মন বুঝি নীলাভ প্রেমের সান্নিধ্য!
ঘুমন্ত নারীর উদাসীন গ্রীবায় থেমে থাকা সময়...
অসমাপ্ত চুম্বনের আবেশে বিবস্ত্র প্রেমের পরশ।
ব্যাবধানের স্রোতে ভেসে যায় নির্বাক এক চিত্র।
ভেতরের ঘুমন্ত অমরত্ব পরিপূর্ণ তৃপ্ততায় আরক্ত।
দুঃখ দহনের ভুল অরন্যের ক্লান্ত পরিব্রাজক আমি।
প্রগাঢ় তমসার ফিকে জোৎস্নায় ডুবে গিয়ে...
আমাকে দেখতে দাও রাত্রির এই প্রগাঢ় স্তব্ধ রূপ।
শরীরী তৃষ্ণার ক্ষুধা বুকে নিয়ে দীঘল সবুজে ছাওয়া
নিঃসঙ্গ আঙিনার ধূলো মাখা দিনগুলো,
আমি ফিরে পেতে চাই বার বার...বার বার।
ফুলেল সৌরভে মেশা বীথিকার,
প্রতিটি নিঃস্বাস বুঝি জীবন্ত কাঁটার কাছে,
হেরে যাওয়া প্রতিজ্ঞার নির্মম বাণী!
পৌষের সোনালী কৈশোরে যে পথচলার শুরু,
বিনিদ্র স্বপ্নের পরিপূর্ণ রূপ শুধু বোঝে সেই ভাষা।
দীঘল সবুজে ছাওয়া আঙিনার ধূলো মাখা মুহুর্ত,
গায়ে মেখে এভাবেই আমি অজান্তে ফিরে আসি
বার বার... বার বার... বার বার।।
মতামত দিন