
কট্ করে লাইনটা কেটে গেলো। লাটুবাবু হতবাক হয়ে বসে রইলেন। হাতে সেই সাদা খাম। ওপরে সেই বহুপরিচিত হাতের অক্ষরে লেখা উনার নাম। সবটা যদি স্বপ্নই হয় তবে এই টাকা সমেত খাম এলো কোথা থেকে! আরও আছে, পরবর্তী একক কবিতা সংকলনের জন্য রাখা কিছু কবিতার পান্ডুলিপির খসড়া..… একগোছা কাগজের তোড়া তাও আছে টেবিলে.... এসব তবে কি! কিভাবে এখানে এলো কোথা থেকেই বা এলো!
মতামত দিন