
কুড়ি বছর পর
রোকসানা ইয়াছমিন
কবিতাঃ কুড়ি বছর পর
--------------------------------------------------------------------------
কোন এক দিন স্টেশনের বেঞ্চিতে
বসিয়া রহি আনমনে কিছুক্ষণ,
ট্রেন আসিবার অপেক্ষায় রহি,
ভাবিলাম উঠিবো তখন, বাজিলে হর্ণ।
হঠাৎ চমকে উঠি আমি তাহাকে দর্শনে!
কে তুমি বৃদ্ধ আমার পাশে এই ক্ষণে?
আমিও তখন হয়তো পঞ্চাশোর্ধ বয়সী নারী,
ঝাপসা চোখে কষ্টে, তবু তাহাকে চিনিতে পারি।
একি! মতি তুমি? কেমন আছো প্রিয় এখন?
এখোনো কি সে আগেরই মত আছো প্রিয়জন,
চিনিতে কি পারিছো ওগো, এই সেই আমায়?
সে শুধালো কিয়ৎক্ষণ পর, চিনিবো না তোমায়?
কত দিবানিশি আমাদের কেটেছে সুখে অভিসার,
কতই'না কেটেছে স্মৃতিময় দূরন্ত যৌবন প্রহর!
ভুলের ই তরে বুঝি হইল ছাড়া তখন
তবে ভুলিতে কি পারে তোমায় মন!
আমিও শুধালাম তাহাকে সজল নয়নে
চেষ্টায় ক্ষণিক কিছু কথা মোদের রোমন্থনে,
প্রেমময়, মনে কি পড়ে তোমার এখন
সেই প্রথম প্রেম, প্রথম প্রেম নিবেদন,
নাকি বয়সের ভারে নুয়ে সেই স্বরণ?
আজ আমি পঞ্চাশোর্ধ, তুমি তার চেয়েও বেশি,
তবুও আমাদের দেখা হলো জীবনের অন্তে আসি।
তবে, বেশ লাগছে পাঁকাচুলে পাঁকাদাড়ি
আর পান খাওয়া ঠোঁটের হাসির দন্তমাড়ি,
এমনি সময়ে আসিয়া পড়িলো আমাদের ট্রেন,
আমি আবারো তাকালাম তাহার পানে
তখন পেছনে চাহিয়া থাকিলাম স্থিরতায় কিছুসময়ে
কিছু কথা হলো তাহার সনে দৃষ্টি বিনিময়ে।
অপলক দৃষ্টিতে চাহিয়া রহিল, আমারি পানে
কিছুই বলিতে পারিল না সে রইলো নিবিষ্ট মনে,
আবার হেরি তাহার দিকে, কিসের যেন আকর্ষণে
অশ্রু সিক্ত নয়নে বলিল, আমার সেই হিয়াঃ
যেখানেই থাকো, ভালো থেকো প্রিয়া!!
মতামত দিন