
কৃষকের প্রতি
সুদিপ্ত বিশ্বাস
কৃষকের প্রতি
---------------------------------
রোদ বৃষ্টি উপেক্ষা করে!
ফসল ফলায় মোদের তরে।
মাথার ঘাম পায়েতে ফেলে!
অন্ন জোগাও তোমার গৃহে।
কৃষক আজও মাটির ঘরে!
অট্টালিকায় সব বসত করে।
নিজের উদর খালি রেখে!
মোদের জঠর ভরায় গো সে।
কৃষক দিবসের মহান দিনে!
প্রণাম তোমায় এই ক্ষুদ্র নিবদনে।।
মতামত দিন