
কিছু কথা
সঞ্জয় সরকার
কবিতাঃ কিছু কথা
--------------------------------------------------
কত শব্দ একেবারেই হারিয়ে যায়
কত কথা এসে ভীড় করে মনে
চেয়েও যা কিছুতে ভুলতে পারিনা
ফিরে ফিরে আসে স্বপ্নে, জাগরণে...
চোখের পলকে কত কিছু বদলায়
চেনা চেনা মুখ, চেনা-পরিচিতি সব
ইচ্ছে তো হয় নিদারুন খেলাচ্ছলে
থামিয়ে দিতে তাদের কলরব...
কত কিছুই বলে ফেলা যায় তবু
কত কথা রয়ে যায় এ মনে
কিছু কিছু কথা থাকে যা এমন
লালন করতে হয় তা সংগোপনে...
মনের ঘরের গোপন সে কথা
আঁধার ছাড়া কেইবা বোঝে আর
আমার একলা রাতের অন্ধকার জানে
কি মানে হয় এই নিঃসঙ্গতার...
মতামত দিন