
খুকির প্রশ্ন
কলমেঃ রুহুল কুদ্দুস
কবিতাঃ খুকির প্রশ্ন
-----------------------------------------------
খুকি প্রশ্ন করে তার মাকে, দুর্গার
দশটি হাত তবে মা আমার নেই কেন?
থাকলে আমার দশটি হাত, খারাপ
লোকগুলোকে শাস্তি দিতাম জানো।
প্যান্ডেলে বাজিছে ঢাক, খুকির
মনে প্রশ্ন জাগে ‘ওরা’ কেন রাস্তায়?
আমরা’তো থাকি আকাশ ছোঁয়া
ওই ফ্ল্যাট বাড়িটির দশতলায়।
মণ্ডপে মণ্ডপে মায়ের সাথে খুকি
দেবীকে করছে দর্শন, আর দেখে –
অবাক হয় জামা নেই ‘ওদের’ গায়ে?
মা তো বলেছিলো পুজোর সময়
নতুন জামা কাপড় পরতে হয়।
খুকি এবার খেতে গিয়ে তাকিয়ে
দেখে একটি ছোট্ট মেয়ে খাবার চায়,
খাবার দিতেই মা তার চেঁচিয়ে ওঠে
‘আয় খুকি এদিকে চলে আয়’।
পুজো শেষে বাড়ি ফিরেও খুকির
মাথায় প্রশ ঘুরে, কেন মা রেগে গেলো?
উত্তর খুঁজে খুকি, ওতো আমার
মতই মিষ্টি মেয়ে আমার মতই ভালো।।
মতামত দিন