
কবিতাঃ খেলতে-খেলতে
কবিঃ সামসুল হক
খেলতে খেলতে
--------------------------------------------------------
আমি সে খেলায় জিততে চাই নি
হারতে চেয়েছিলাম বেমালুম
যে ভাবে আলোর কাছে হেরে যায় আঁধার
যে ভাবে মাটির কাছে শস্যদানা
হেরে গিয়ে জন্ম দেয় নতুন চারাগাছ।
আমি চাই নি আমার মন-শরীর
গলে-পচে যাক তোর প্রেমের প্রগল্ভতায়
আমি চাই নি প্রেম-ভিক্ষা নিতে বা দিতে
আজও তো চাই না
আমি চাই নি তোকে ভীষণ একলা করে দিতে
আজও তা চাই না।
আমি তোর প্রেমের আগুনে
ভীষন ভাবে পুড়ে যেতে চেয়েছি
তোর আকাশের মেঘের বৃষ্টিতে গ'লে
তোর দু'চোখে নদী হতে চেয়েছি দুঃখে-সুখে
তোর বুকের গভীরের নীল আগুনে পুড়ে
বিশুদ্ধ হতে চেয়েছি পরস্পর।
এ খেলায় যদি পেতে হয় প্রকৃত জয়
প্রথমে তবে ছোট হ'তে শিখে নিতে হয়।
মতামত দিন