
কবিতা : কাশফিয়া একটি ফুলের নাম
কবি : মুহাম্মদ ফারহান ইসলাম নীল
কাশফিয়া একটি ফুলের নাম
-----------------------------------------------
আমার মৃত্যুর খবর সবাই জেনে যাবে
সবার মুখে শুনতে পাবেন আপনার নাম।
অনেকেই আপনার কারণে আমাকে চিনবে
আমার শোক সংবাদের পোস্টার দেখতে পাবেন আপনার শহর ওয়ারীতে।
আমার অন্ধকার ঘরটাতে গোলাপ জল ছিটানো হবে
দেয়াল থেকে মুছে ফেলা হবে আপনার নাম।
আগুনে পুড়ে ফেলা হবে আপনার নামে লেখা শত শত কবিতা
আপনি সেদিন আমাকে খুঁজে পাবেন না প্রেমনগরে ৷
ফুলের ঘ্রাণ আজীবন অটুট থাকে না
ভ্রমর এসে হরণ করে ফুলের ভালোবাসা ৷
রাত জেগে লেখা হবে না আপনার নামে কবিতা
মধ্যরাতে ম্যাসেজ পাঠিয়ে জানতে চাইবো না কেমন আছেন?
আমার মনের বাগানে কাশফিয়া নামের একটি ফুল ফুটেছিল
ভালোবাসার চাদরে আগলে রাখার যোগ্যতা আমার ছিল না।
আমি নিজেকে ব্যর্থ প্রমাণ করেছি
ফুলকে ভালো রাখার জন্য হত্যা করেছি আমার আমিটাকে ৷
আমি বুঝে গেছি পৃথিবীর সুখ আমার জন্য নয়
ভালোবেসে ভুলে থাকার চেয়ে মরে যাওয়া উত্তম।
কাশফিয়া নামের ফুলটি ভালো থাকুক আজীবন
আমি মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনাকারী।
বিঃদ্রঃ- 'কাশফিয়া একটি ফুলের নাম' কাব্যগ্রন্থ থেকে নেওয়া। (অপ্রকাশিত)
মতামত দিন