
কর্তব্য
কবি : শঙ্কর দাস
কবিতা : কর্তব্য
----------------------------------------------------------------------------------------
কর্তব্য কি আমি আজ ঠিক বুঝে গেছি
বংশ পরম্পরায় আমি তার উত্তরসূরি।
বাবার মুখ দেখলে বোঝা যায়
এ বিষয়ে তিনি কতটা দক্ষ।
কপালের ভাঁজ যেন, তার জ্বলন্ত উদাহরণ
আগে ঠিক বুঝিনি,
শুধু আবদার করে যেতাম।
ভাবতাম, বাবা মানে খুশির ঠিকানা
বাবাও কিন্তু কোনো খামতি রাখেননি
কড়ায় গন্ডায় মিটিয়ে দিতেন।
তখন ভাবতাম, আনন্দ মনে হয়
দোকানে পাওয়াযায়।
আনন্দের ব্যাগ বইতে বইতে
তিনি আজ দুর্বল।
সেই ব্যাগটা আজ হাতে নিয়ে ভাবছি
এতো ভারী বাবা বইতেন কি করে?
তাই মনে হয় বাবার হাতের চামড়া
কাঠের মতো শক্ত।
আর নিজের ইচ্ছে গুলো.....
হয়তো কোনো শক্ত হাতুড়ি দিয়ে ভেঙ্গে,
সকলের জন্যে খুশি কিনতেন।
আর সেই খুশির বোঝা বইতে গিয়ে
মেরুদণ্ড আজ বাঁকা।
বিষন্ন মাখা কপালের ভাঁজ যেন
সবার সুখ কিনতে কিনতে কুঁচকে গেছে।
আমি আজ ঠিক বুঝে গেছি
কর্তব্য কাকে বলে।
কেননা
বংশ পরম্পরায় আমি তাঁর উত্তরসূরি।।
মতামত দিন