
জীবন সায়াহ্নে
কলমেঃ রোকসানা ইয়াছমীন
জীবন সায়াহ্নে
--------------------------------------------------
জীবনের এই প্রান্তে আজি জীবন সায়াহ্নে এসে
হিসাব করিয়া পাইনি ফল নানান অংক কষে,
ওগো বিদায়ী পথিক কি ছিলো ভুলেরই চাষে?
সেই নানান বর্ণিল রঙে তোমায় ভালোবেসে।
নাহয় একটুখানি চাহিয়াছিলাম প্রীতি তোমার
শুধু তোমারে,তোমার ভালোবাসার অধিকার,
তোমারে নামে গাঁথিয়া পুস্প মাল্যখানি হইল কার?
যাহা দিতে আসিয়া ফিরিয়া আসিয়াছি বার বার।
কেন এমন করিলে ওগো প্রিয় তম?
তুমিতো ছিলে আমার হৃদয়ের সম।
কথা দিয়েছিলে হাতে হাত রাখি সেই কোন ক্ষণ,
শত যাতনার মাঝে এক সাথে বাঁচিব এই জীবন,
নতুনের তরে জীবন নিয়া ভূলিল তোমার মন!
বারেক চাহিয়াছিলাম তোমায় বিদায় সন্ধিক্ষণ।
আবার যদি ডাকো পশ্চাৎ ফিরিব তোমার তরে,
বারাংবার করিলে নিগৃহীত এই অবলা মোরে।
তোমার পাষাণ হৃদয়ে হয়নি'কো কোন আশ্রয়,
তোমারে বাসিয়া ভালো জীবন করিলাম ক্ষয়।
জীবনের এই সায়াহ্নে আসিয়া প্রিয় বড়ই ইচ্ছা হয়,
তোমার কোলে মাথাটি রাখিয়া মরিবার মনে কয়।।
মতামত দিন