
যে হলোনা আমার কেউ
কলমেঃ শরীফা সুলতানা
যে হলোনা আমার কেউ
---------------------------------------
নিষিদ্ধ গন্ধমে হাত চলে যায়
থেমে যায় নবান্ন উৎসব।
জন্ম নেয় মন খারাপের দিন।
মেরুন শাড়ির পাট থেকে যায় অক্ষত।
নীল টিপ পড়ে থাকে অবহেলায়,
সময়টা পিষে নেয় কষ্টের যাতাকল
চোখ দুটো অসাড় শৈল্পিকতায়।
আমার সাকিনে নাই লিখুক সে চিঠি,
তবু যেনো সে ভালো থাকে,
সুখে থাকে খুব
যে হলো না আমার কেউ।।
মতামত দিন