
কবিতা : জানি তুমি আমার
কবি : মুহাম্মদ ফারহান ইসলাম নীল
জানি তুমি আমার
--------------------------------------------
জানি তুমি হাসতে পারো
চাঁদ যেমন হাসে।
জেনে রেখো তোমার মুখটা
আমার নয়নে ভাসে।
জানি তুমি আমাকে ভেবে
তাকাও আকাশ পানে।
জেনে রেখো তোমার ছবি
আঁকা আমার প্রাণে।
জানি তুমি শান্ত মেয়ে
স্বপ্নে ভরা আঁখি।
জেনে রেখো তুমি আমার
ভালোবাসার কোকিল পাখি।
জানি তুমি আমার তরে
ঝরাও চোখের জল।
জেনে রেখো তুমি আমার
এই জীবনের সম্বল।
জানি তুমি কষ্ট সয়ে
অন্তর করেছো পাথর।
জেনে রেখো তোমাকে নিয়ে
সাঁজাবো প্রেমের বাসর।
জানি তোমার ফটোকপি নেই
আমার মতোই একা।
জেনে রেখো শ্রাবণ মাসে
দুজনের হবে দেখা।
জানি তুমি শুধুই আমার
অন্ধকার ঘরের আলো।
জেনে রেখো আমি শুধু
তোমাকে বাসবো ভালো।
জানি তুমি মালা গেঁথে
রাখো বালিশের ভাজে।
জেনে রেখো তুমি আছো
আমার অন্তরে মিশে।।
মতামত দিন