
সময়টা ছিল বসন্তকাল। রাত্রি দ্বিতীয় প্রহর। নীল নদের ঘন নীল তরঙ্গের বুকে ভেসে চলেছে একটি সুসজ্জিত বজরা। পশ্চিমাকাশে কৃষ্ণ চতুর্দশীর আধভাঙা চাঁদ। আলকাতরার মতো ঘন কালো আকাশের বুকে অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে, তরঙ্গায়িত নদীবক্ষে ভাসমান বজরার ঠিক মাথার ওপর আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে সপ্তর্ষীমন্ডলী। রাতের স্নিগ্ধ শীতল বাতাসের হাল্কা দোলায় তির তির করে কাঁপছে নদীর তীরবর্তী উইলো গাছের পাতা। বজরা তখনও মাঝ নদীতে পৌঁছায়নি। চারিদিকে ছোট্ট রেলিং ঘেরা বজরার ছাদে বসে আছেন সুসজ্জিতা মহামান্য রাণী ক্লিওপেট্রা....
মতামত দিন