
হয়তো এমনি
কলমেঃ সুস্মিতা মুখার্জী
ছোটগল্পঃ হয়তো এমনি
------------------------------------------------
বইপোকা হলেও বই পড়তে আজ আর ভালো লাগছে না মনের। বড্ড একা লাগছে। বইটা পাশে রেখে চশমা খুলে উঠে এসে খোলা জানালার পাশে এসে বসল। আলতো করে খোঁপা বাঁধা ছিল, একটা দমকা হাওয়া এসে চুল গুলো এলোমেলো করে দিলো,মন মাথাটা জানালায় ঠেকিয়ে বাইরের দিকে এমন ভাবে চেয়ে আছে যেন কারও জন্য দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছে। বাইরে খুব সুন্দর হাওয়া চলছে, মনের চুল গুলো হালকা উড়ছে যেন তারা আজ ডানা মেলেছে।
হঠাৎ মোবাইল টা বেজে উঠল, একপ্রকার বিরক্ত হয়েই মন কল টা রিসিভ করলো, ফোনের ওপার থেকে কেউ একজন বললো – “শুধু মেঘের দিকে তাকালে হবে মাঝে মাঝে একটু নীচেও তাকাতে হয় তো নাকি!”
মন শিগগির জানালার সামনে এসে নীচে তাকাতেই দেখে অনির্বান।
মন - তুই কখন এলি অনি?
অনি - সব বলবো আগে রেডি হয়ে নীচে আয়।
মন - তুই বাড়ি আসবি না? মা-বাবা জানলে কিন্তু খুব রাগ করবে।
অনি - আপনি আগে নীচে নামুন তো, আর একদম বলবি না আমার সাথে যাচ্ছিস কোথাও!
মন - তাহলে কি বলবো?
অনি - সেটা তুই বোঝ, আমি অত জানি না। আয় এরপর তাড়াতাড়ি।
মন - একটু দাঁড়া আসছি!
আধ ঘণ্টা পর মন এলো।
অনি - এটা তোর একটু?
মন - হ্যাঁ, এরপর চল। কিন্তু কোথায় যাবি বললি না তো!
অনি - সারপ্রাইজ!!!!
মন - এই না........ তুই আগের বার যা সারপ্রাইজ দিয়েছিলি, খুব ভয় করে তোর মুখ থেকে সারপ্রাইজ শুনে।
অনি - সে তো এক বছর আগে! ছাড় তো ওইসব, বড্ড বকিস তুই, চল এরপর (হাত ধরে হিড়হিড় করে নিয়ে চলে গেল মন কে বাইকের সামনে)।
মন - তুই বাইক কিনেছিস? কখন? আমাকে তো বলিস নি, আর পছন্দ কে করে দিলো? তোর যা পছন্দের বাহার...........
অনি - এত প্রশ্ন কে করে একসঙ্গে? আগে ওঠ তারপর বলছি সব।
ম
ন গাড়িতে উঠে বসলো।
মন - বল এরপর।
অনি - অফিসে প্রোমোশন হয়েছে, তাই ভাবলাম.........
অনির কথা মাঝ রাস্তায় থামিয়ে মন বলে উঠলো – “তুই এটাও বলিসনি আমাকে, চমত্কার!!!!”
অনি - আরে তাহলে সারপ্রাইজ টা কি করে দিতাম? আর পছন্দ করতে সাহায্য করেছে আমার ফ্ল্যাটমেট।
মন - সেই তোর যা পছন্দ.........
অনি - ভেবে বলছিস তো?
মন - হ্যাঁ, একদম।
অনি রাস্তার ধারে একটা চায়ের দোকানে এসে বাইক টা থামালো। তিনটে চা দিতে বললো। নিয়ে একজন কে কল করে জিজ্ঞেস করলো আর কত দেরি হবে আসতে? কল টা কাটতেই মন জিজ্ঞেস করলো-
মন - কে আসছে আরও?
অনি - তোর ভালোবাসা।
মন - মানে টা কি? কি বলছিস তুই এইসব ?
অনি - ঠিক ই বলছি।
মন - এই ইয়ার্কি গুলো ঠিক নয় একদম।
অনি - আমি ইয়ার্কি করছি না।
মন - আমার ভালোবাসা আর আমিই জানি না? বাহ্!!
অনি - অতো ন্যাকামি করতে হবে না তোকে।
মন তো প্রায় কেঁদেই ফেলেছে তার অতো ভালো বন্ধু, তাদের বিয়ে ঠিক হয়ে আছে, চার মাস পর বিয়ে আর এইসব কি বলছে অনি সে কিছুই বুঝতে পারছে না, তাহলে কি অনি কিছু ভুল বুঝল?
এই সব ভাবতে ভাবতেই একটা ভদ্রলোক কার থেকে নামলো। হাতে এক মস্ত পেটি, এনে অনিকে বললো –“এই নে ভাই, সব এতেই আছে। অনেক কষ্টে জোগাড় করেছি।”
অনি বলল – “ধন্যবাদ, আমার জীবন টা বাঁচালি তুই, চা খাবি বোস।”
ভদ্রলোক বললো না আমি চলি রে, নয়তো দেরি হ য়ে যাবে। বলে চলে গেলো। অনি চা দোকানের কাকুকে বলে একটা চা দিতে মানা করলো।
মন - এগুলো কি?
অনি - প্রমান!
মন - কিসের?
অনি - তোর ভালোবাসার, খুলে দেখ।
মন প্রায় কেঁদে ফেলবে এরপর, এগিয়ে এসে পেটি টা খুলে দেখলো, ভেতরে বই আর ওপরে একটা লিষ্ট।
মন - এগুলো কি?
অনি - কেন? এগুলো বই, তোর ভালোবাসা। ক্যায়সা লাগা মেরা সারপ্রাইজ??
মন হাসবে না কাঁদবে, কিছুই বুঝতে পারছেনা।
মন - এইরকম কেউ করে? তুই না সত্যি পারিস!
অনি - আর কি বলেছিলি আমার পছন্দ খারাপ? তাহলে তুই কি............
মন - অনেক হয়েছে, থাক।
তারপর তারা চা খেতে খেতে মন খুলে গল্প করতে লাগলো। কতদিনের জমানো গল্প বলে কথা।
ভালোবাসা হয়তো এমনি হয়।❤
মতামত দিন