
হাওয়ায় উড়িয়ে দাও
রুমা পারভিনারা
হাওয়ায় উড়িয়ে দাও
-----------------------------------------------------------------
কবিতার সোনালী অক্ষর ঘিরে
মৌমাছির ওড়াওড়ি দেখে,
বুঝতে পেরেছি
তুমি আজ বুঝি কবিতা লিখেছ!
বিশ্বস্ত নদীর বুকে
আকস্মিক জলোচ্ছ্বাস
হঠাৎ জানিয়ে দেয়,
তুমি নাকি খুবই কষ্টে আছ!
আঁধার অরণ্য আর
রূপোলী জ্যোৎস্নার,
ঝুমুর নাচের গান
মধুর বাঁশির তান।
কাঠচাঁপা গাছ থেকে উড়ে যায় ঘুমন্ত ভ্রমর,
কষ্ট ঘিরেছে নাকি আকস্মাৎ তোমার।।
বলে যায়
তোমাদের ভিতর উঠোনে নাকি।
অসময়ে বসন্ত নেমেছে বাকি।।
ঘুমন্ত পরির সঙ্গে
কবিতার স্মরণ যোগ্যতা নিয়ে
তর্কাতর্কি থেকে
হঠাৎ পারি বুঝতে।।
মৌনতায় কেউ আজ ধরেছে আঙ্গুল।
নষ্ট হয়েছে নাকি তোমার স-মূল।।
বিষের অল্য করনী নিয়ে
পথভুলে যদি পার না আসতে।
হাওয়ায় উড়িয়ে দাও
রূপবাহী শব্দ মালা।
ঘুমিয়ে পড়ার আগে
যাই শুনে
শেষতম প্রেমের কবিতা।।
মতামত দিন