
কবিতাঃ হারিয়ে যাচ্ছে
কবিঃ আঞ্জুমান আখতার
হারিয়ে যাচ্ছে
--------------------------------
সব হারিয়ে যাচ্ছে
বুকের মধ্যে ভেতর ভেতর সব হারিয়ে যাচ্ছে
ঐ কোণের ত্রি-সীমানা অতিক্রম করেও
আর কিছুই পাওয়া যাচ্ছে না।
আমি বলছি কিছু একটা হারাচ্ছে
এই বিষাদ সময় শক্ত দাঁতে পিষে যাচ্ছে,
উত্তপ্ত মুখের মধ্যে গ্রাস করছে তার শেষ আচ্ছাদন
নিঃশেষ হয়ে সবটুকু হারিয়ে যাচ্ছে।
যেখানে যা কিছু পড়ে আছে
বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ
ঘুমের মধ্যে জেগে ওঠা ভয়ার্ত শিশুর
মায়ের আঁচলের আশ্রয়খানি
সেসব হারিয়ে যাচ্ছে
-হারিয়ে যাচ্ছে,
এক হাত দু’হাত করে সব হাতগুলো সরে যাচ্ছে
তোমার আমার আশ্রয়টুকু যে বিকেলে
ভেঙে গিয়েছিল, সেই ভাঙা স্তুপের চিহ্ন মুছে যাচ্ছে।
রোজ একটা করে মানুষ মরছে
শেষ রাস্তার মোড়ে
বাড়াবাড়ি ভাবে হারিয়ে যাচ্ছে মানুষ চেনার ভাষা
আর তোমার আমার জানা শব্দ, সব হারিয়ে যাচ্ছে।।
মতামত দিন