
যে কোন ধরণের ইরিটেটিভ কেমিক্যালস যেগুলি আমরা প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকাচ্ছি, সেগুলি ফুসফুস নালিতে জমে যায়। ঐ জায়গাতে মাইক্রোইনজুরি করে। ধুলো, ধোঁয়া, বালি, পরাগরেণু, বাতাসে বিদ্যমান বিভিন্ন সিজনাল ভাইরাস, ফ্লু ভাইরাস, কন্সট্রাকশন ডাষ্ট, গন্ধ প্রভৃতি ফুসফুসের নালীতে জমে গিয়ে মাইক্রোইনজুরি করে ফুসফুস নালীর ভিতরের ওয়ালে, মিউকাস লেয়ারে। এক্ষেত্রে, ব্রঙ্কিয়াল টিউবগুলি হাইপারসেন্সিটিভ হয়ে যায় ইনফ্লামেশনে মিউকাস লেয়ারে ক্ষত থাকার জন্য। এক্ষেত্রে, পরবর্তীতে ঐ জাতীয় বিষগুলি আর সহ্য করা যায়না। এক্সপোজ হলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। স্টেরয়েড ইনহেলারে সাময়িক স্বস্তি পেলেও পরবর্তীতে কোন কাজই হয়না। কারণ ব্রঙ্কিয়াল ইনার লেয়ার স্টেরয়েড রেজিস্টান্ট হয়ে যায়।
মতামত দিন