
কবিতাঃ একটু বদলে যাও
কলমেঃ মুহাম্মদ ফারহান ইসলাম নীল
একটু বদলে যাও
---------------------------------------------------------
তুমি গলা ফাটিয়ে দেশের উন্নয়নের কথা বলো,
আমি অনাহারে থাকা পথশিশুর উলঙ্গ দেহটা দেখি।
তুমি নারীকে সমান অধিকার দিয়েছো, আমি নারীকে ধর্ষণ হতে দেখি।
তুমি নিজেকে শক্তিশালী এবং ক্ষমতাবান ভাবো,
আমি দু’চোখে তোমার অধঃপতন দেখি।
তুমি দেশটাকে চীন, জাপান, কানাডার সাথে তুলনা করো,
আমি দেশটাকে ঘুনে ধরা সজনে গাছের মতো দেখি।
তুমি গোপনে দেশের সম্পদ হজম করো,
আমি ছেঁড়া কাঁথায় শুয়ে থাকি।
তুমি নিজেকে সৎ সাহসী এবং নিষ্ঠাবান মনে করো,
আমি তোমাকে ঘৃনার চোখে দেখি।
তোমার আইন ঘুষের টাকায় চলে,
আমি বিনা দোষে জেলের ঘানি টানি।
তোমার বিচার ব্যবস্থা অসৎ এবং অন্ধের ভূমিকা পালন করে,
আমি দিনদুপুরে গুম হয়ে যাই।
তোমার পোষা হায়েনাগুলো বেপরোয়া,
আমি লাশ হয়ে পড়ে থাকি রাজপথে।
তুমি অবৈধ ক্ষমতার দাপট দেখানো স্বৈরাচারী,
আমি তোমার রাষ্ট্রের নির্যাতিত অসহায় যুবক।
তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো দিবানিশি,
আমি খোলা আকাশের নিচে রাত কাটাই।
তুমি মানুষরুপী হিংস্র পশুর জাত,
আমি আত্মহত্যা করতে না পারা শ্রেষ্ঠ প্রাণী মানুষ।।
মতামত দিন