
কবিতাঃ ডুবেছি ফুলের প্রেমে
কবিঃ মুহাম্মদ ফারহান ইসলাম নীল
ডুবেছি ফুলের প্রেমে
-------------------------------------------------------
নীল আকাশের বুকে
এখন কালো মেঘদের বসবাস।
চাঁদটা লুকিয়ে আছে
ঘরের কোনে।
স্বপ্ন গুলো হারিয়ে
পাগলের মতো ঘুরে বেড়ায় চারদিক।
ডায়েরীর পাতা ভিজে গেছে
নয়নের জলে।
আমি তবুও হাল
ছাড়িনি মনের ভুলেও।
খুঁজে ফিরেছি আমার
চেনা জানা রঙিন ফুলটাকে।
থমকে দাঁড়ালে
বুকের বামে ব্যাথা করে।
জোঁনাকি পোকার
পেছনে দৌড়ে কেটে গেছে
জীবনের সাতশত ত্রিশ দিন।
মধ্যরাতে পূবের
জানালা খুলে দেখেছি
নীলাভ আকাশটাকে।
কোনো চাওয়া পূর্ণ হয়নি
কোনো কালে।
তবুও ছুটে চলছি রঙিন
প্রজাপতির পিছু পিছু।
আমি তো ডুবে গেছি
চেনা জানা একটি
ফুলের প্রেমে।
মতামত দিন