
অণুগল্পঃ দুধ চা
কলমেঃ সুদীপ্ত বিশ্বাস
দুধ চা
------------------------------------------------
বৌমা, আজ কয়েকদিন ধরে খেয়াল করছি, তুমি আর খোকা সকাল-সন্ধে দুবেলাই লিকার চা খাচ্ছ! অথচ আমাকে দুধ চা দিচ্ছ! তুমি তো লিকার চা পছন্দ করতে না আমি জানতাম! কি ব্যাপার বলতো?
না মা তেমন কিছু না। আসলে আজকাল দুধ চা খেলে গ্যাস হচ্ছে। সেইজন্য চায়ে দুধ দিচ্ছি না। আর অঙ্কুশের বাবার শরীরটাও ভাল নেই তাই।
আচ্ছা বৌমা আমি এ কদিন ধরে দেখেছি, তুমি ঠিকঠাক খাওয়া-দাওয়া করছো না। মাছ তো খেতেই চাইছো না! জিজ্ঞাসা করলে বলছো, মাছে তোমায় অরুচি হয়েছে! না বাপু আমার কিন্তু ব্যাপার-স্যাপার ভালো লাগছে না।
না মা এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আপনার প্রেশার বেড়ে যাবে।
সুলোচনাদেবী বুঝতে পারেন, এই লকডাউনে ছেলের কোম্পানি থেকে ঠিকঠাক মাইনে দিচ্ছে না! তাই সংসারের খরচ কমাতে বৌমা এসব ব্যাপারে এরূপ আচরণ করছে! ছেলের কাজের কথা শুনলে তার শরীর খারাপ করবে এই ভয়ে বৌমা তাকে কিছু বলছেও না। অথচ তিনি যে সবই বুঝতে পারছেন।
সুলোচনাদেবী বললেন, বুঝলে বৌমা আমারও দুধ চা আর পেটে সইছে না। বয়স হয়েছে তো। এক কাজ করো খোকাকে বরং আমার দুধ চা টা দিয়ো।
না মা আপনি ভুল বুঝছেন।
কিছুই ভুল বুঝিনি বৌমা। আমি জানি, তুমি এই সংসারকে কিভাবে একা দশভুজার মত, এই দুঃসময়ে সামলাচ্ছো। তুমিতো আমার মেয়ের মত। তাই মেয়ের কষ্টকে দূর না করতে পারলেও, তার অংশীদার হওয়ার হাত থেকে আমাকে আর বাধা দিও না।।
মতামত দিন