
কবিতা : চাঁদ
মূল উর্দু : রুমা রিযভী
ভাবানুবাদে : মোজাহিদুল ইসলাম
চাঁদ
--------------------------------------------------------
মেঘের আড়াল হতে উঁকি মারা অর্ধ চাঁদ...
মিটমিটে জোছনায় ডুবন্ত আবার কিছুটা উদিত...
দূরের অন্ধকারে মেঘের আড়ালে লুকায়িত চাঁদ...
পৃথিবীতে বাস করা অন্য তারাদের উঁকি মেরে দেখা
আর মূহুর্তে মূহুর্তে হেসে ওঠা চাঁদ...
সূর্যের আলোয় জ্বলন্ত, নিজের সীমান্তে অটল...
তবুও শীতল জোছনার সীমানায় নেচে ওঠা
সে এক অর্ধ চাঁদ
যে কখনো নিজেকে পানিতে দেখে ভয় পেয়ে আবার সামলে নেয়
আর
পানিতে খেলা করা মাছেদের ধরে নেয় নিজ মুঠোয়
কখনও ধরে নেয় শীতল বায়ুর শৌখিন আঁচলের কুঁড়ি
আবার
কখনও সাঁঝের আঁধার ও কাজলের রেখায় চলতে চলতে
ছোট্ট তারা হয়ে খসে পড়া... সে অর্ধ চাঁদ...
মিটমিটে আলো নিষ্প্রভ হয়ে যায় যখন উষার আলো ছড়ায়
সে আলোর উদরে ডুবন্ত,ছোট্ট দীপ হয়ে জ্বলতে থাকা চাঁদ...
আর আবার দম বন্ধ হয়ে যাওয়া সন্ধ্যার শূন্য সিঁথীতে ছায়াপথের পূর্ণতা
আবার যুবক হয়ে ওঠা
সে উদীয়মান চাঁদ...।
মতামত দিন