
বৃষ্টি
রুহুল কুদ্দুস
কবিতা : বৃষ্টি
-------------------------------------------------------
ঝমঝমাঝম বৃষ্টির দিন, মেঘতুতো আকাশের পাড়া,
শাড়ি লেপ্টেছে গায়ে, জলহাওয়ায় তোমার চুল ছাড়া।
বেশিক্ষণ বাইরে ভিজো না, চলো ঘরে ফিরে যাই?
এক পেয়ালা গরম কফির সাথে তুমুল আড্ডা জমাই।
জানালা খোলাই থাক, তুমি শাড়ি পালটে এসো…
ভালোবাসা টের পাও? বুকে চুপচাপ কান পেতে বসো।
ঠোঁটের গভিরে ঠোঁট, ওলট পালট ঠোঁট সিঁধিয়ে ঢোকে,
শব্দ ভাঙে, বুক কেঁপে যায় তোমার আদর চুম্বনে।
সারাদিন ভিজেছি, আরও এক কাপ কফি দাও’তো,
রেডিওতে ঝড়ের পূর্বাভাস, যাওয়া বারণ আজ সমুদ্র।
জল ছিটকে আসে, বৃষ্টি নিয়ে মাতো দু’হাত ভেজাও,
‘শৈশব মনে পড়ে, এমন করে তুমি ভালোবাসা চাও?’
গ্রীষ্মের পিঠে চেপেছে বর্ষা, বৃষ্টিতে শীত গেছে বাড়ি,
মেঘলাদপ্তরে আমাদের ভালোবাসা আজ বাড়াবাড়ি।।
মতামত দিন