
ঠিক আছে। আমাকে বিয়ে করবে না ভালো কথা। তাই বলে আমাকে এতোটা নীচু করা। যেটা সে না করলেও পারত। আমি ওর পরিবারে গেলে ওর পরিবার ধ্বংস হবে? কি করে এমন একটা মনগড়া কথা বলা যায়? চোখের ধারায় বালিশ ভিজে যাচ্ছে। কিন্তু কিছুতেই নিজেকে রোধ করতে পারছিনা। বার বার বাক্যটি কানে এসে আঘাত হানছে।
মতামত দিন