
কবিতাঃ ভালোবাসা নামের অসুখ
কবিঃ মুহাম্মদ ফারহান ইসলাম নীল
ভালোবাসা নামের অসুখ
----------------------------------------------------------------------
পুরোনো ম্যাসেজ গুলো পড়তে পড়তে রাত কেটে যায়
স্মৃতির শহর জুড়ে বেদনা নামক যন্ত্রনার বসবাস,
আমি আমার ভেতরের আমিটার গলা টিপে ধরি
আপনি বিহীন আমি হয়ে গেছি একটা জ্যান্ত লাশ।
জানি সব দোষ আমার ছিল
আপনার বাসার ছাদে যাওয়ার অধিকার আমাকে দেননি,
দুই চোখের স্বপ্ন গুলো ভেঙ্গে গেছে আপনার দেওয়া অবহেলায়
আপনি আমাকে অধিকার দেননি ভালোবাসার।
বুকের বাম পাশের ব্যথা নিবারণ করি আপনার পেন্সিলে আঁকা ছবিটা দেখে
ঘরের চার দেয়ালের লিখে রেখেছি আপনার বাইশ অক্ষরের নাম,
মধ্যরাতে ভালোবাসার ডায়েরিতে আপনার নামে কবিতা লিখি
আপনার পায়ের ধুলো আনার জন্য হলেও একবার ওয়ারীতে যেতে চাই।
আপনার কাজল কালো চোখের মায়া ভোলা সম্ভব নয়
কোনো এক রৌদ্রমাখা দিনে বকুল ফুলের মালা নিয়ে ছুটে যাবো ওয়ারীতে,
আমি আপনার আমার ভালোবাসার সাক্ষী রাখবো ওয়ারীর রাস্তার ধুলিকণাকে
হয়তো আমার জন্যই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আপনাকে।
আমার থেকে আপনার দূরত্ব দুইশত কিলোমিটার
আমি আপনাকে ভুলে থাকার কল্পনাও করতে পারি না,
চোখ বন্ধ করলে ভেসে ওঠে আপনার শ্যামলা মুখ
আমি আপনার ভালোবাসার নদীতে ডুবে যাওয়া একটি জ্যান্ত লাশ।
মতামত দিন