
বকুল কথা
রোজীনা পারভীন বনানী (ঝিনাইদহ, বাংলাদেশ)
কবিতাঃ বকুল কথা
-------------------------------------
(১)
তুলতে গিয়ে ফুল
কুড়ালাম শুধুই বকুল!
গোলাপ ছিল কাছেই
গাঁদা আশে-পাশেই
বললো ডেকে বকুল,
শাদা সফেদ গা
আমায় নিয়ে যা।
(২)
গর্ভকেশর ঘিরে ঘিরে
মেলেছ কি বাহারী শুভ্রদল!
স্মৃতিতে ফিরে ফিরে
ফেলেছ কী চোখের জল?
একদিনের আয়ু
সুগন্ধি করেছ বায়ু
জন্মমাত্রই ভুল
হায়রে, ঝরা বকুল!
(৩)
কে যেন ডাকিছে আমায়
প্রবল ঝঞ্ঝার মাঝে
মেঘের আর্তনাদে
তাকে কে যে থামায়!
বেদনার সংগীত কেন যে আজ নিঃশ্চুপ!
টুপটাপ বৃষ্টি নয়
ঝরিছে বকুল!
হঠাৎ হঠাৎ বিদ্যুতের প্রদীপ জ্বালিয়ে আকাশ
কি খোঁজে? কি খোঁজে?
পতনের কষ্টের ব্যথা ও কি বোঝে?
ভোরের এক চিলতে রোদ্দুরে
ভেজা ঘাসে শিশির ঝুঁকে আছে
বকুলের কাছে...
মতামত দিন